ক্যাটাগরি

শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল

অ্যাডিডাসের পক্ষ থেকে মঙ্গলবার
এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাদা ও রূপালী রংয়ের প্রলেপযুক্ত বলটির গায়ে ইংরেজি এবং সিরিলিক
লিপিতে ‘শান্তি’ শব্দটি খোদাই করে খেলা থাকবে।

ফ্রান্সের প্যারিসে আগামী
শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে দুই জায়ান্ট- স্পেনের রিয়াল মাদ্রিদ
ও ইংল্যান্ডের লিভারপুল।

ফাইনালটি মূলত রাশিয়ার সেন্ট
পিটার্সবুর্গে হওয়ার কথা ছিল। কিন্তু ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের পর ম্যাচটি প্যারিসে
সরিয়ে নেওয়া হয়।