ক্যাটাগরি

সাভারে তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, কথিত প্রেমিক গ্রেপ্তার

সাভার থানায় মামলার পর তাকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে পাঠানো
হয় বলে জানান সাভার থানার পরিদর্শক মোমেনুল ইসলাম।

গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম রবি (২৪) নওগাঁর ধামুইরহাট থানার বিন্দুখাশ গ্রামের
মো. আজিজুল হকের ছেলে।

মামলার অন্য আসামিরা হলেন সাভারের কলমা এলাকার শাজাহান মিয়ার ছেলে শহিদুল
ইসলাম (২৭), সাভারের জিনজিরা গ্রামের আব্দুল ওহাবের ছেলে মনির হোসেন ওরফে মনির (৪০)
ও একই গ্রামের আবু ইউসুফের ছেলে রবিন (২৭)।

মামলার এজাহারে ২৪ বছর বয়সী তরুণী বলেন, রবির সঙ্গে তার প্রেমের সম্পর্ক
ছিল। সোমবার রাতে রবি তার এক বন্ধুর ছেলের জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে সাভারের কমলা
এলাকায় নিয়ে যান। পথে জঙ্গলের পাশে একটি ঘরে নিয়ে রবিসহ ছয়জন মিলে ধর্ষণ করেন।

সেই সঙ্গে তারা তরুণীর ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও
অভিযোগ।

তরুণী সাভারে ভাড়া বাসায় থেকে বিউটি পার্লারে কাজ শিখছিলেন।

পরিদর্শক মোমেনুল বলেন, অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামি
রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারসহ তরুণী টাকা ও মোবাইল
ফোন উদ্ধারের চেষ্টা চলছে।

তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো
হয়েছে বলে জানান পরিদর্শক মোমেনুল ইসলাম।