ক্যাটাগরি

স্ট্যামফোর্ডে গ্রীষ্মকালীন ভর্তি মেলা শুরু

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইউনুছ মিয়া মেলার উদ্বোধন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসময় ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ফারাহনাজ ফিরোজ ও রুমানা হক রিতা, কোষাধ্যক্ষ অধ্যাপক জিয়াউল হাসান, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। ভর্তি ফিতে ৫০ শতাংশ ও টিউশন ফিতে ২৫ শতাংশ ছাড় থাকছে। এছাড়াও রয়েছে ভর্তি ফরম ফ্রি পাওয়া যাবে। থাকছে আকর্ষণীয় উপহার।

স্টামফোর্ডে মোট ১৪টি বিভাগের অধীনে ২৮টি প্রোগ্রামে ভর্তি কার্যক্রম চলছে।