ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাত সাড়ে ৮টার দিকে আসাদ শেখ নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
৪৮ বছর বয়সী আসাদ সালথার যদুনন্দী ইনিয়ন পরিষদের খারদিয়া গ্রামের হাসেম শেখের ছেলে ছিলেন।
গত ৫ মে সকালে যদুনন্দী ইনিয়ন পরিষদের খারদিয়া ঠাকুর পাড়া এলাকায় চেয়ারম্যান রফিক মোল্যা ও স্থানীয় আওয়ামী লীগ সমর্থক আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে অন্তত দশজন আহত হয়েছিলেন, যার মধ্যে রফিক মোল্লার সমর্থক আসাদও ছিলেন।
ফরিদপুরে আধিপত্য বিস্তারের সংঘর্ষে একজনের প্রাণহানি
এছাড়া সংঘর্ষের দিন খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্যার ছেলে ২৭ বছর বয়সী সিরাজুল ইসলামের মৃত্যু হয়। তিনি আলমগীরের সমর্থক ছিলেন।
সহকারী পুলিশ সুপার সুমিনুর বলেন, আসাদের মৃত্যুতে নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।