ক্যাটাগরি

বান্দরবানে মাইক্রোবাস খাদে পড়ে বুয়েটের ৩ কর্মীর মৃত্যু

থানচি থানা ওসি সুদীপ রায় জানান, বৃহস্পতিবার সকালে জেলা শহর থেকে থানচি যাওয়ার পথে ৫০ কিলোমিটার দূরে জীবননগর পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- হামিদুল ইসলাম, ময়ময়সিংহ জেলার মঞ্জুর আলম ও ফরিদপুর জেলার মো. জয়নাল।

তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী বলে জনিয়েছে পুলিশ। 

ওসি বলেন, “বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আটজনের একদল পর্যটক থানচিতে বেড়াতে যায়। পথে বান্দরবান শহর থেকে থানচি যাবার পথে মাইক্রোবাসটি গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস,পুলিশও বিজিবির সদস্যরা চালকসহ আহতদের উদ্ধার করে।

“পরে তাদের বান্দরবান সদর হাসপাতালে নেওয়ার পথে হামিদুলের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন।”

থানচির উপজেলার সাংবাদিক মংসিহাই মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আব্দুল মালেক নামে আহতদের একজন তাকে জানিয়েছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আটজন নিরাপত্তা কর্মী একটি নোয়া মাইক্রোবাসে করে বান্দরবান শহর থেকে থানচিতে বেড়াতে যান।

এ সময় জীবননগর খাড়া পাহাড়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়।“

আইনি প্রক্রিয়া শেষে নিহতদে;র লাশ পরিবার কাছে লাশ হস্তান্তর করা হবে বলে ওসি সুদীপ জানান।