বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান।
হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি বলেন, সিলেটমুখী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকামুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসের এক আরোহী ঘটনাস্থলেই মারা যান।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।