বৃহস্পতিবার সকালে উপজেলার জোরারগঞ্জ
থানার হিংগুলী ইউনিয়নে এ হত্যাকাণ্ড ঘটে বলে জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন আল
মামুন জানান।
নিহত মো. হারুনের বাড়ি জামালপুর এলাকার
সমিতির হাটে। ৩৫ বছর বয়সী হারুন পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
প্রতীকী ছবি
ওসি নূর হোসেন বলেন, “পূর্ব শত্রুতার
জেরে সালাউদ্দিন নামে এক যুবক হারুনকে মাথায় কুপিয়ে গুরুতর জখম করেন। চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
হারুন ও সালাউদ্দিনের বাড়ি একই এলাকায়।
আগে থেকেই তাদের মধ্যে বিরোধ ছিল বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,
“হারুন একটি অটোরিকশার মালিক। সেটি সুদীপ নামে একজন চালাতেন। সকালে হারুন তার
অটোরিকশাটি চালক সুদীপকে পৌঁছে দিতে জামালপুরে গিয়েছিলেন। সে সময় সালাউদ্দিন দা
দিয়ে তার মাথার বাঁ পাশে আঘাত করেন।”
সালাউদ্দিনকে ধরতে পুলিশের অভিযান চলছে
বলে জানান এই পুলিশ কর্মকর্তা।