এদের মধ্যে একজন
মেয়র পদের, দুইজন সংরক্ষিত নারী কাউন্সিলর পদের এবং ১০ জন সাধারণ কাউন্সিলর পদে
মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বৃহস্পতিবার তারা প্রার্থিরা
প্রত্যাহার করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জানান।
শাহেদুন্নবী
চৌধুরী জানান, বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী
মাসুদ পারভেজ খান ইমরান, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের বৃষ্টি আক্তার ও ৪ নম্বর
ওয়ার্ডের নাসরীন সুলতানা।
সাধারণ কাউন্সিলর
পদে প্রার্থিতা প্রত্যাহারকারীরা হলেন ৩ নম্বর ওয়ার্ডে মো. শাহজাহান, ৪ নম্বর
ওয়ার্ডে মো. মোসলেম উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন, ২১ নম্বর ওয়ার্ডে
মাহাবুবুর রশিদ, ২২ নম্বর ওয়ার্ডে বিজয় রতন দেবনাথ, ২৪ নম্বর ওয়ার্ডে আবদুল মতিন
খান, ২৬ নম্বর ওয়ার্ডে জহিরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও গোলাম সরোয়ার কাউসার এবং
২৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ওসমান গনি।
এই ওয়ার্ডগুলোতে
এখনও একাধিক প্রার্থী রয়েছে উল্লেখ করে শাহেদুন্নবী চৌধুরী বলেন, মেয়র পদে এখন
মাঠে আছেন ৫ জন, ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মাঠে আছেন এখন ১০৬ জন।
কাউন্সিলরদের
মধ্যে নগরীর ৫ ও ১০ নম্বর ওয়ার্ডে একাধিক প্রার্থী না থাকায় দুজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত হচ্ছেন বলে তিনি জানিয়েছেন।
শাহেদুন্নবী আরও
জানান, নয়টি সংরক্ষিত ওয়ার্ডে মাঠে আছেন ৩৬ জন নারী প্রার্থী।
শুক্রবার
প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই তারা প্রচার শুরু করতে পারবেন।
মোট ১০৫টি
কেন্দ্রে আগামী ১৫ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত
হবে।
রিফাতের নির্বাচন
পরিচালনা কমিটি গঠন
নির্বাচনে আওয়ামী
লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের নির্বাচন পরিচালনার জন্য ৪১ সদস্যবিশিষ্ট
কমিটি গঠন করা হয়েছে।
এতে মহানগর আওয়ামী
লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম সেলিমকে আহ্বায়খ করা হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লা
মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিব প্রসাদ রায় এই তথ্য জানান।