দুজনকেই বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।
দুজনের মধ্যে একজন খিলগাঁও তালতলার নার্গিস (২৫)। বৃহস্পতিবার ভোরে তিন পথশিশু তাকে হাসপাতালে নিয়ে আসে।
ওই শিশুদের বরাত দিয়ে এই পরিদর্শক বাচ্চু বলেন, “ভবঘুরে নার্গিস খিলগাঁও তালতলা মার্কেটের সামনের রাস্তায় আহত অবস্থায় পড়ে ছিলেন। কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।”
এদিকে বৃহস্পতিবার ভোর ৩টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ বউবাজার এলাকার রাস্তায় আহত অবস্থায় পড়ে ছিলেন আনুমানিক ৪২ বছর বয়সী এক ব্যক্তি। হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাজারীবাগ থানার এসআই রনজিৎ ঘোষ বলেন, “ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কোন গাড়ির কারণে এ দুর্ঘটনা ঘটেছে সেটাও শনাক্তের চেষ্টা চলছে।”