ক্যাটাগরি

টেকনাফে অস্ত্রসহ ২ ‘রোহিঙ্গা সন্ত্রাসী’ গ্রেপ্তার

বৃহস্পতিবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয় বলে ১৬ এপিবিএন এর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান।

গ্রেপ্তাররা হলেন-ওই ক্যাম্পের বাসিন্দা মো. জালাল আহম্মদের ছেলে মোহাম্মদ জোহান (২৪) ও একই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে মোহাম্মদ নূর (৩৭)।

তারিকুল বলেন, অপরাধ সংঘটনের উদ্দ্যেশে অস্ত্রধারী কয়েকজন উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দৌঁড়ে পালানোর সময় দুইজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি বন্দুক ও একটি রামদা উদ্ধার করা হয়।

এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, “ আটকরা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সন্ত্রাসী বাহিনী ‘ইসলাম গ্রুপের’ সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, মাদকপাচার ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। ”

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় নতুন করে মামলা করা হয়েছে বলে জানান তিনি।