তবে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি সচল রয়েছে। দুই পথেই চলছে লঞ্চ ও স্পিডবোট।
বিআইডব্লিউটিসির সহ-মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম জানান, পদ্মায় স্রোত বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেতুর নিচ দিয়ে শিমুলিয়া থেকে বাংলাবাজার ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি বলেন, এই রুটে ফেরি ও লঞ্চ চলাচল করছে। এছাড়া শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে ফেরি, লঞ্চ, স্পিডবোট সবই চলছে; ৬ ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে।
শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি রুটে বর্তমানে ৮৭ লঞ্চ ও ১৫৩ স্পিডবোট চলাচল করছে বলে জানান সফিকুল।
স্রোতের কারণে গত বছরের ১৮ অগাস্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচলে অচলাবস্থা তৈরি হয়। পরে ৮ নভেম্বর থেকে এ রুটে দিনের বেলায় এবং আট মাস পর গত ২৬ এপ্রিল থেকে দিনরাত ২৪ ঘন্টা ফেরি চলাচল সচল হয়।
গত ১৩ ডিসেম্বর থেকে পদ্মা সেতুকে এড়িয়ে শিমুলিয়া থেকে মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল করছে।