২০২১-২২ মৌসুমটা দারুণ কাটছে সালাহর। প্রিমিয়ার লিগে
টটেনহ্যাম হটস্পারের সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।
দুজনেরই গোল ২৩টি করে। সঙ্গে লিগের সর্বোচ্চ অ্যাসিস্টও সালাহর।
তার সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুম
শেষে। এরপর ‘ফ্রি এজেন্ট’ হিসেবে যেকোনো
ক্লাবে যোগ দিতে পারবেন তিনি।
গত কয়েক মাসে বিভিন্ন সময়ে চুক্তি নবায়ন নিয়ে লিভারপুলের
সঙ্গে সালাহর আলোচনার খবর সংবাদমাধ্যম এসেছে। গুঞ্জন রয়েছে, নতুন চুক্তিতে সালাহর চাওয়া অনুযায়ী পারিশ্রমিক দিতে রাজি নয় ক্লাবটি।
ফলে লিভারপুলে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে।
আগামী শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে লিভারপুল।
এই ম্যাচকে সামনে রেখে বুধবারের সংবাদ সম্মেলনেও উঠল সালাহর চুক্তির বিষয়টি।
“আমি এই মুহূর্তে চুক্তি নিয়ে ভাবছি না। এখন দল নিয়ে
ভাবার সময়। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ। আমি আবারও
চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই।”
“নিশ্চিতভাবেই আমি পরের মৌসুমে এখানে থাকব। আমি হেন্ডোর
(জর্ডান হেন্ডারসন) হাতে ট্রফিটা আবার দেখতে চাই এবং আশা করি এরপর সে আমার হাতে
ট্রফিটি দেবে।”
লিভারপুলের চেয়ারম্যান টম ওয়ার্নার চলতি সপ্তাহের
শুরুতে বলেছিলেন যে, তারা সালাহ ও সাদিও মানেকে ক্লাবে ধরে
রাখতে চান। মানেরও চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুমের শেষে।