ক্যাটাগরি

বাগেরহাটে হরিণের চামড়া-শিং উদ্ধার

বুধবার গভীর রাতে রায়েন্দা ইউনিয়নের
উত্তর রাজাপুর গ্রামের একটি নির্মাণাধীন বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয় বলে
জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক
পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে রাত ১টার দিকে জেলা
গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল উত্তর রাজাপুর গ্রামে একটি নির্মাণাধীন বাড়ি থেকে
পরিত্যক্ত অবস্থায় পলিথিনের একটি ব্যাগ পায়।

“পরে ওই ব্যাগ থেকে কাপড়ে মোড়ানো
হরিণের দুটি চামড়া ও দুটি শিং উদ্ধার হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।”

এ ঘটনায় শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি
করা হয়েছে বলে তিনি জানান।