উপজেলার ঘিলাছড়ি এলাকায় বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানান।
মৃত কৃঞ্চা জিনা চাকমা পপির বাড়ি দীঘিনালার বাবুছড়া এলাকায়। তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর খাগড়াছড়ি জেলা শাখায় কর্মরত ছিলেন।
আহত অলবিন চাকমা খাগড়াছড়ি জেলা সদরের উপালিপাড়া এলাকার জ্ঞান দত্ত চাকমার ছেলে। তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, পপি অফিস শেষে তার সহকর্মী অলবিনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পপির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।