ক্যাটাগরি

শাহ আজিজুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বুধবার এক শোকবার্তায় তিনি শাহ আজিজুল হকের আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আইনজীবী শাহ আজিজুল হক বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

আজিজুল হকের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, আজিজুল হক আইন পেশায় তার ‘দক্ষতা ও অভিজ্ঞতাকে’ কাজে লাগিয়ে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে সবসময় কাজ করে গেছেন।

“কিশোরগঞ্জ বারের সভাপতি হিসেবে আইনজীবীদের দক্ষতা বাড়ানো এবং বিচার বিভাগ ও বারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

আজিজুল হকের মৃত্যু ‘কিশোরগঞ্জের স্থানীয় রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি’ মন্তব্য করে আবদুল হামিদ বলেন, তিনি স্থানীয় আওয়ামী লীগকে শক্তিশালী করতে এবং রাজনীতিকে জনকল্যাণমুখী করতে আজীবন কাজ করে গেছেন।