ক্যাটাগরি

সিরাজগঞ্জে ধানক্ষেতে অজ্ঞাত ব্যক্তির লাশ

বৃহস্পতিবার সকালে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কাজিপুরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কামারখন্দ থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান।

মৃত ব্যক্তির বয়স ৬৫ থেকে ৭০ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, স্থানীয়রা ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। তবে মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।

লাশ আপাতত থানায় রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।