সনির বিনিয়োগকারীদের দেখানো প্রেজেন্টেশনের একটি স্লাইড বিশ্লেষণ করে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, সনির নিজস্ব গেইমের পাশাপাশি সম্ভবত তৃতীয় পক্ষীয় প্রতিষ্ঠানের তৈরি গেইমও থাকবে প্লেস্টেশন ভিআর২ গেইমের তালিকায়। সম্ভবত, ‘হরাইজন কল অফ দ্য মাউন্টেইন’ও থাকবে সেখানে।
এ প্রসঙ্গে সনি ইন্ট্যার্যাকটিভ এন্টারটেইনমেন্ট প্রেসিডেন্ট জিম রায়ান বলেছেন, “স্বাধীন ও তৃতীয় পক্ষীয় ডেভেলপারদের সঙ্গে অংশীদারিত্ব গড়তে উল্লেখযোগ্য বিনিয়োগ করা হচ্ছে যাতে প্লেস্টেশন ভিআর২ উন্মুক্ত করার সময়ে আকর্ষণীয় ভিআর কনটেন্টের উল্লেখযোগ্য পাইপলাইন নিশ্চিত করা যায়।”
আসন্ন ভিআর হেডসেটটি উন্মুক্ত করার দিন তারিখ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সনি। তবে, বছর দেড়েক ধরে ডিভাইসটির খুঁটিনাটি তথ্য প্রকাশ করে চলেছে জাপানের এই ইলেকট্রনিক জায়ান্ট।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে নতুন ভিআর হেডসেটের নির্মাণকাজ চলছে বলে ঘোষণা এসেছিল। পরের মাসগুলোতে কন্ট্রোলারের নকশাও দেখিয়েছিল সনি। তবে, ডিভাইসটির নাম, কারিগরি তথ্য এবং নকশা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা মিলল এ বছরেই।
বাজার বিশ্লেষকরা ২০২৩ সাল নাগাদ বাজারে ডিভাইসটির অভিষেকের আশা করছেন বলে জানিয়েছে ভার্জ। প্লেস্টেশন ভিআর২-এর উপযোগী গেইমগুলোর তালিকায় ‘হাফ লাইফ: অ্যালিক্স’ থাকবে কি না, সে বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে সাইটটি।
কম্পিউটার নির্ভর ভিআর গেইমগুলোর মধ্যে বড় বাজেটের গেইম হিসেবে এর পরিচিতি থাকলেও এখনও সনির কনসোল প্ল্যাটফর্মে আসেনি গেইমটি।
সনির দ্বিতীয় ভিআর হেডসেট হতে যাচ্ছে ‘প্লেস্টেশন ভিআর২’। ২০১৬ সালে প্রথম প্লেস্টেশন ভিআর হেডসেট দেখিয়েছিল সনি। প্রথম হেডসেটটির নকশা ছিল প্লেস্টেশন ৪ কনসোলের উপযোগী। আর দ্বিতীয়টির নকশা প্লেস্টেশন ৫-এর উপযোগী হবে।