ছাত্রের
মা বাদী হয়ে শুক্রবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন বলে কাশিমপুর
থানার এসআই মো. রায়হান উদ্দিন জানান।
আসামি
কাশিমপুর হাতিমারার পশ্চিম বাড়েন্ডা এলাকার বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসার
শিক্ষক মেহেদী হাসান (২৭) নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ঘনিচা এলাকার বাসিন্দা।
মামলার
বরাত দিয়ে এসআই বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে মেহেদী হাসান ছাত্রটিকে (১০) মাদ্রাসার
দ্বিতীয় তলায় নিজের কক্ষে ডেকে নেন এবং ধর্ষণ করেন। শিশুটি ঘটনা পরিবারকে জানালে
শিক্ষক পালিয়ে যান।
মেহেদী
হাসানকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এসআই।