সম্প্রতি ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ক্যাম্পেইন শুরু করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যমুনা ইলেকট্রনিক্স বলছে, ঈদ ক্যাম্পেইন সিজন ৪ এ ক্রেতারা যমুনার পণ্য কিনে ১০ লাখ টাকার নগদ ক্যাশব্যাকসহ প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে রেফ্রিজারেটর, এসি, এলইডি টিভিসহ অসংখ্য পণ্য পাওয়ার সুযোগ পাবে।
দেশব্যাপী চলা এ ক্যাম্পেইনে ক্রেতারা যমুনা প্লাজা কিংবা ডিলার শোরুম থেকে পণ্য কিনে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করলেই পুরস্কারের আওতায় আসবেন। প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের নাম ও পুরস্কার যমুনার অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে কোম্পানির মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম, হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম, হেড অব সেলস মো. শাহ্ আলম, জিএম প্লাজা (অপারেশন) অবসরপ্রাপ্ত মেজর মো. পরামুদ্দিন হোসেন, প্লাজা রিটেইল হেড খন্দকার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।