শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশসহ ৪২ দেশের স্থায়ী প্রতিনিধির হাতে এ পদক তুলে দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ৫৫ জন সামরিক, দুইজন পুলিশ এবং ৬০ জন বেসামরিক শান্তিরক্ষী রয়েছেন।
গেল বছর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা অবস্থায় নিহত হন লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মাহমুদুল হাসান। একই বছর দক্ষিণ সুদানে প্রাণ দিতে হয় ল্যান্স কর্পোরাল মো. রবিউল মোল্লাকে।
বাংলাদেশের পক্ষ থেকে তাদের পদক গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী রাবাব ফাতেমা।