ক্যাটাগরি

হজে সঙ্গে নেওয়া যাবে ১২০০ ডলার

হজযাত্রীদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার
ভ্রমণ কোটাও প্রযোজ্য হবে না বলে বৃহস্পতিবার সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চলতি বছরের হজ
প্যাকেজ অনুসারে অর্থ ছাড় করার কথাও বলা হয়েছে।

করোনাভাইরাস মহামারীর কারণে দুই বছর বন্ধ
থাকার পর এবার হজে যাচ্ছেন মুসল্লীরা। হজ পালনের প্রথম ফ্লাইট চালু হবে ৫ জুন
থেকে।

বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায়
এবার হজের খরচ আরও একদফা ৫৯ হাজার টাকা বাড়ানো হয়েছে।

এতে সরকারি
ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর খরচ
বেড়ে হচ্ছে ৫ লাখ ৮৬
হাজার ৩৪০ টাকা। প্যাকেজ-২ এ খরচ
পড়বে জনপ্রতি ৫ লাখ ২১
হাজার ১৫০ টাকা।

এর
সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ঠিক করে দিয়েছে সরকার।

কোভিড
মহামারীর সংক্রমণ কমে আসায় দু
বছর বাদে বাংলাদেশ থেকে
সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন
আর বেসরকারি ব্যবস্থাপনার ৫৩ হাজার ৫৮৫
জন এবার হজে যেতে
পারবেন এবার। এদের অর্ধেক যাবেন বিমান
বাংলাদেশ এয়ারলাইন্সে।

দেশের পতাকাবাহী এ সংস্থা মোট ৭৫টি হজ
ফ্লাইট পরিচালনা করবে এবং যাত্রী প্রতি ভাড়া হবে ১ লাখ ৪০ হাজার টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে এবার ৮ জুলাই হজ হতে
পারে।

আরও পড়ুন-


হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা
 

হজ ফ্লাইট শুরু ৫ জুন
 

প্যাকেজ ২: হজের নিবন্ধনে আরও দুদিন সময়
 

বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে লাগবে অন্তত ৪ লাখ ৬৩ হাজার টাকা
 

হজে যেতে খরচ বাড়ছে লাখ টাকা
 

শূন্য কোটায় হজে যেতে ১০ মে’র মধ্যে আবেদন
 

কারা হজে যেতে পারবেন, কী করতে হবে