শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে শহরের কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের আরশাদ আলী (৬৮) নামের একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, কলেজপাড়া মসজিদে ফজরের নামাজ শেষে ফেরার পথে মুসল্লি, জেলে, মাদ্রাসা শিক্ষক, গাইবান্ধা সরকারি কলেজের নৈশ প্রহরী, রিকশাচালক এবং প্রাতঃভ্রমণে বের হওয়া স্থানীয় বাসিন্দা কুকুরের হামলার শিকার হয়েছেন।
আহতদের একজন কলেজপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মজিদ বলেন, “প্রাতঃভ্রমণে বাসা থেকে বের হই। বাসার অদূরে যেতেই একটি কুকুর আক্রমণ করে বসে। হঠাৎ বাম পায়ের হাঁটুর নিচে পরপর কয়েকটি কামড় দেয়।”
জেলা প্রাণিসম্পদ কর্মকতা মো. মাসুদুর রহমান বলেন, “কুকুড়ের স্বভাব ঘুমন্ত অবস্থায় তাকে কেউ বিরক্ত করলে কামড়ে থাকে। তবে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে।”
গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান বলেন, “পাগলা কুকুরের আক্রমণে পৌরসভার কলেজপাড়ার কয়েকজন আহত হয়েছেন। কুকুরটিকে শনাক্তের চেষ্টা চলছে। তাছাড়া আহতদের জলাতঙ্ক ভ্যাকসিন নিশ্চিত করা হয়েছে।”