ক্যাটাগরি

ইন্দোনেশিয়ায় প্রথম সেশনে রক্ষণে মনোযোগী কাবরেরা

মালয়েশিয়ায় এশিয়ান কাপের বাছাই শুরু হবে আগামী ৮ জুন। বাছাই
সামনে রেখে ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শুক্রবার জাকার্তায়
পৌঁছানোর পর শনিবার প্রথম মাঠের অনুশীলন করেছে দল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায়
ডিফেন্ডার রহমত আলী জানিয়েছেন, রক্ষণভাগ নিয়ে কাজ করার কথা।

“আজকে ইন্দোনেশিয়াতে আমাদের প্রথম ট্রেনিং সেশন হলো। গতকালের
লম্বা ভ্রমণের পর আজকে মাঠের অনুশীলন করলাম। এতদিন আমরা গ্রুপভিত্তিক অনুশীলন করেছিলাম,
যেহেতু কিংসের খেলোয়াড়রা ক্যাম্পে ছিল না দেশের বাইরে এএফসি কাপ খেলার জন্য। আজ পুরো
দল নিয়ে অনুশীলন হয়েছে।”

“মূলত আজ অনুশীলনে কাজ হয়েছে ডিফেন্সিভ শেপ নিয়ে, কিভাবে
আমরা ব্লক তৈরি করতে পারব। শেষের দিকে কিছু সেট পিস নিয়ে কাজ হয়েছে, কিভাবে ডিফেন্সিভ
সেট-পিসগুলো কাজে লাগাব বা ডিফেন্স কিভাবে করব, সেগুলো নিয়ে কাজ হয়েছে। লো ইনটেনসিটির
অনুশীলন হয়েছে, হাই ইন্টেনসিটির কিছু ছিল না, যেহেতু রিকভারি সেশনও ছিল।”

প্রথমবারের মতো চূড়ান্ত দল নিয়ে কাজ করলেন কাবরেরা। এই
স্প্যানিশ কোচ জানিয়েছেন প্রস্তুতির পাশাপাশি রিকভারির দিকেও মনোযোগ দেওয়ার কথা।

“এই প্রথম আমরা ২৩ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন করলাম। লম্বা
ভ্রমণের কারণে রিকভারির দিকে মনোযোগ দিয়েছি। ৫০-৬০ মিনিটের সেশন হয়েছে, তবে সেটা খুব
ইতিবাচক এবং কার্যকর অনুশীলন হয়েছে।”