তেজগাঁওয়ের আকিজ হাউজে গত ২২ মে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ নবযাত্রা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকিজ ভেঞ্চারস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) সৈয়দ আলমগীর। এছাড়াও আকিজ গ্রুপের অন্যা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আকিজ বেভারেজ বলছে, ২০০৮ সালে ক্লেমন বাজারে আসে। ক্লেমনের ‘ক্লিয়ারলি লেমনি টেস্ট’ ভোক্তাদের মাঝে তুমুল জনপ্রিয়।
সেজন্য সম্প্রতি ‘কাছে, দূরে রোদ্দুরে কুল থাকে মন, ক্লিয়ারলি লেমন স্বাদে সাথে আছে ক্লেমন’ এই জিংগেলের একটি টিভি বিজ্ঞাপন আনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।