ক্যাটাগরি

চট্টগ্রাম নগরসংস্থার কর্মকর্তার মৃত্যু

শনিবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যিশু
(৫২) মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিসিসির জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।

তিনি জানান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা যিশু দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

প্রায় এক দশক ধরে তিনি সিসিসির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা পদে দায়িত্ব পালন করছিলেন।

যিশুর মৃত্যুতে শোক জানিয়েছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে যিশুর জানাজা অনুষ্ঠিত হয়।

সিসিসি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজায় সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম,
ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক,
ছালেহ্ আহমদ চৌধুরী, কাজী নুরুল আমিন, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, আবদুল মান্নান, আবদুস সালাম মাসুম, সচিব খালেদ মাহমুদ, চসিক সিবিএ সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক মো.
মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

বিকেলে পটিয়ায় পারিবারিক কবরস্থানে যিশুর দাফন সম্পন্ন হয়।