শনিবার ভোরে উপজেলার দুথইল-নয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কালাই থানার ওসি এসএম মঈনুদ্দিন জানান।
মৃত শিপন আক্তার (৪০) একই গ্রামের তোজাম সরকারের স্ত্রী।
তোজাম বলেন, প্রতিদিনের মত ঘরের দরজা খোলা রেখেই ছেলেকে নিয়ে ঘুমাতে যান। এ সময় শিপন আরেকটি ঘরে ছিল। সকালে উঠে ঘরের ভেতর শিপনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে তারা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে।
পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে শিপনের লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।
শিপনের ছেলে শিহাবের অভিযোগ, “জমিজমা নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তার মা এ নিয়ে প্রতিপক্ষদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ জেরে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
ওসি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুতই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।