ক্যাটাগরি

ঝড়ে পাওয়া ম্যাকাও পাখিটির স্থান হলো সাফারি পার্কে

বৃহস্পতিবার
বিকালে সাভার উপজেলার নয়ারহাটের চকলর গ্রাম থেকে পাখিটিকে উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী
ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা বলেন, পাখিটি সিটিস
অ্যাপেনডিক্স-এক ভুক্ত। ঝড়ের মধ্যে আহতাবস্থায় পাখিটিকে পাওয়া গিয়েছিল। পরে তা
স্থানীয় হাবিবুর রহমান মেম্বারের হেফাজতে ছিল। ওই দিনই পাখিটি উদ্ধার করা হয়েছে।

“পোষা
পাখি ব্যবস্থাপনা, ২০২০-এর আলোকে এ ধরনের পাখি আমদানির ক্ষেত্রে বনবিভাগ এনওসি দেয়
না। কিন্তু প্রাণিটি কোথা থেকে সাভারে উড়ে এলো খতিয়ে দেখা হচ্ছে।“  

শনিবার
দুপুরে পাখিটির চিকিৎসা ও প্রতিপালনের জন্য গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি
পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পরিদর্শক।