ক্যাটাগরি

ট্রেলার ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ব্যবসায়ীর

সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন জানান, উপজেলার বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে সোনাগাজী-ফেনী সড়কে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তৌহিদুল ইসলাম (৩৫) সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের কোরবান আলী পণ্ডিত বাড়ির নুরুল আমিনের ছেলে। তিনি সমবায় বাজারে ‘গ্রিল ওয়ার্কশপের’ মালিক ছিলেন।

আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতের লাশ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

ওসি বলেন, “ফেনী থেকে সোনাগাজী যাওয়ার পথে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী দ্রুতগড়ির এস্কেভেটর বোঝাই একটি ট্রেলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ছয়জন আহত হয়।”

“পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদের মৃত্যু হয়।”

দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।