সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মেয়েটির বড় বোন বাদী হয়ে শুক্রবার রাতে মামলা করেন। এর আগে দুপুরে গৃহকর্ত্রী জুথি খাতুনকে বাড়ি থেকে আটক করে পুলিশ।
জুথি সয়াধানগড়া মধ্যপাড়া এলাকার তারেক গোলামের স্ত্রী। তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
১১ বছর বয়সী শিশুটির বাড়ি কুড়িগ্রামের কচাকাটা উপজেলার পূর্বকেদার গ্রামে। তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
মেয়েটি সাংবাদিকদের বলেন, “তিন বছর আগে আমি ওই বাড়িতে কাজে যোগ দেই। এরপর থেকে কোন ভুলক্রটি হলেই খালাম্মা (জুথি খাতুন) আমাকে লাঠি দিয়ে পেটাত। এমনকি কিলঘুষি মেরে মাঝে মধ্যে গরম ইস্ত্রির ছ্যাঁকাও দিত। কাউকে কিছু বলতে চাইলে তিনি আমাকে নানাভাবে ভয়ভীতি দেখাত।”
ওসি বলেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। গ্রেপ্তার জুথিকে শনিবার আদালতে পাঠানো হবে।