ক্যাটাগরি

সুইস আল্পে বরফের বোল্ডার পড়ে নিহত ২, আহত ৯

শুক্রবারের এই ঘটনায় একটি বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের ভ্যালে ক্যান্টনের ভাল দ্য ব্যানিয়াস অঞ্চলে গ্রান্ড কমবিন পর্বত থেকে বরফের বেশ কয়েকটি বোল্ডার খসে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়েই সাতটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার সময় সেখানে বিভিন্ন দলের ১৭ জন পর্বতারোহী ছিল। বাকি সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফ্রান্সের ৪০ বছর বয়সী এক নাগরিক ও স্পেনের ৬৫ বছর বয়সী আরেক নাগরিক মারা গেছে। যারা আহত হয়েছে তাদের মধ্যে দুই জনের আঘাত গুরুতর।