ক্যাটাগরি

চাপে বদলে গেল অক্ষয়ের সিনেমার নাম

এবার বদলেছে অক্ষয় কুমারের সিনেমার নাম, যে সিনেমায় বলিউডে অভিষেক ঘটল বিশ্বসুন্দরী মানুষী চিল্লারের।

পৃথ্বীরাজ নামেই এই সিনেমার শুটিং হয়েছিল। মুক্তির দিন তারিখও ঠিক হয়।

কিন্তু শেষ সময়ে রাজপুতদের সংগঠন করনি সেনা নাম নিয়ে আপত্তি তুললে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস তাতে নত হয় বলে ভারতের সংবাদ মাধ্যমে খবর এসেছে।

করনি সেনা দাবি করেছিল, এই সিনেমায় যথেষ্ট সম্মান প্রদর্শন করা হয়নি দ্বাদশ শতকের রাজপুত শাসককে।

সিনেমার নাম ‘সম্রাট পৃথ্বীরাজ’ করার দাবি তোলে তারা। নাম বদল না হলে সিনেমা বয়কটের ডাকও দিয়েছিল।

তাদের দাবির ‍মুখে শুক্রবার সিনেমার নাম ‘সম্রাট পৃথ্বীরাজ’ করার ঘোষণা দেওয়া হয়। আগামী ৩ জুন সিনেমাটি মুক্তি পাবে।

এর আগে করনি সেনার চাপে ‘পদ্মাবতী’ সিনেমার নাম বদলে হয়েছিল ‘পদ্মাবৎ’। যোধা-আকবর সিনেমা নিয়েও আপত্তি তুলেছিল তারা।