ক্যাটাগরি

জাতীয় নারী হ্যান্ডবলে আনসারের টানা পাঁচ

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল
স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত ফাইনালে পঞ্চগড়কে ৪১-২৪ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ আনসার।
প্রথমর্ধে ২৫-১৪ গোলে এগিয়ে ছিল দলটি।

ম্যাচে সর্বাধিক ১২ গোল করেন পঞ্চগড়ের
সানজিদা আক্তার। অবশ্য সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন আনসারের আলপনা আক্তার।

সব মিলিয়ে নারী হ্যান্ডবলে বাংলাদেশ আনসারের
এটি ২১তম শিরোপা। এর মধ্যে একবার ‘অল আনসার’ ফাইনালে নিজেদের
সবুজ দলকে হারিয়ে শিরোপা জিতেছিল লাল দল। ১৯৮৪ থেকে ১৯৯৭ পর্যন্ত টানা ১১ বার চ্যাম্পিয়ন
হয়েছিল দলটি।

এদিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জামালপুল
জেলা ক্রীড়া সংস্থাকে ৩২-২৫ গোলে হারায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব। প্রথমার্ধে
১৩-১২ গোলে এগিয়ে ছিল পুলিশ। বিজয়ী দলের রুবিনা সর্বোচ্চ ১৩ গোল করেন।