শনিবার সকালে উপজেলার শিবপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা
হয় বলে ক্ষেতলাল থানার ওসি রওশন ইয়াজদানী জানান।
নিহত বিউটি বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগড়
গ্রামের বাসিন্দা।
ওসি বলেন, “প্রেমের টানে গত ২১ এপ্রিল বিউটি তার বাড়ি
থেকে শিবপুর গ্রামে উজ্জ্বলের বাড়িতে আসেন। এ অবস্থায় উজ্জ্বল তাকে ধর্ষণের পর
হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেন।“
“বগুড়া জেলা পুলিশ বিউটির মোবাইল ফোন ট্র্যাকিং করে
প্রথমে উজ্জ্বলকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, লাশটি উদ্ধার করে।“
এ ঘটনায় শিবগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে বলেও জানান ওসি।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।