ক্যাটাগরি

মেহেরপুর পৌর ভোটে ‘সব কেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা’

শনিবার মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে ভোট প্রার্থীদের সঙ্গে
মতবিনিময় সভায় তিনি এই খবর দেন।

কমিশনার বলেন, “পৌর ভোটের সমস্ত কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। কথা দিচ্ছি,
নির্বাচনে কোনো ধরনের হটকারিতা সহ্য করা হবে না। একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক
নির্বাচন করার জন্য যা কিছু দরকার, মেহেরপুরের এই নির্বাচনে তার সবকিছুই পালন করবে
কমিশন।”

আগামী ১৫ জুন জেলার চার ইউনিয়ন ও মেহেরপুর পৌরসভায় ভোট হবে। তবে সিসিটিভি
ক্যামেরার ব্যবস্থা থাকছে শুধু পৌরসভার কেন্দ্রগুলোয়।

কমিশনার ভোট প্রার্থীদের বলেন, “নির্বাচনে নকল করে পাস করার কথা ভুলে যান।
কোনো ওহি আপনাকে পাস করিয়ে দিতে পারবে না। ভোটে পাস করতে চাইলে ভোটারদের কাছে যান।”

মেহেরপুরের ডিসি মনসুর আলম খাঁন, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা নির্বাচন
কর্মকর্তা আবু আনছার অনুষ্ঠানে ছিলেন।