সিঙ্গাপুরে চলমান আসরে শনিবার ভল্টে কাদের রুপা জিতেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন।
২০১৯ সালেও সিঙ্গাপুরের এই প্রতিযোগিতায় আলো ছড়িয়েছিলেন নিউ জিল্যান্ড প্রবাসী কাদের। সেবার দুটি সোনা জিতেছিলেন তিনি।
আলো ঝলমলে পারফরম্যান্সের সুবাদে ১৯ বছর বয়সী এই জিমন্যাস্টকে কমনওয়েলথ গেমসের দলে রেখেছে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন।