একইসঙ্গে গত ২৪ ঘন্টায় ৩শ’র বেশি ইউক্রেইনীয় সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ।
তিনি আরও বলেন, অভিযানে ইউক্রেইনের আরও বেশ কয়েকটি সামরিক নিশানায় আঘাত হানা হয়েছে। দনিপ্রো অঞ্চলে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেইনের একটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
রাশিয়ার বিমান হামলায় সব মিলিয়ে এখন পর্যন্ত ইউক্রেইনের ৩শ’র বেশি সেনা নিহত হওয়া ছাড়াও ৫০ টি সামরিক ইউনিট এবং ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর বিশেষ যন্ত্রপাতি ধ্বংস হয়েছে, বলেন ইগর কোনাশেনকভ।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির দাবি, তারা ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে। তবে ইউক্রেন ও পশ্চিমারা এই অভিযানকে বিনা উসকানিতে আগ্রাসন আখ্যা দিয়েছে।
যুদ্ধে রাশিয়া ইউক্রেইনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল হাব লিমান দখলের দাবি করার পর নিকটবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎস্কেও আক্রমণের তীব্রতা বাড়িয়েছে।
বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাজধানী কিইভের বাইরে এক বিরল পরিদর্শনে বের হয়েছেন।
খারকিভের লড়াইয়ে তিনি সম্মুখ সারিতে সেনাদের অবস্থান দেখেছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। সেখানে জীবন বাজি রেখে লড়াইয়ের জন্য জেলেনস্কি ইউক্রেইনের সেনাদেরকে ধন্যবাদ জানান।