ক্যাটাগরি

কক্সবাজারে বিয়েবাড়িতে ‘খাবার খেয়ে’ ৪০ জন অসুস্থ

মহেশখালীর ইউএনও মোহাম্মদ ইয়াছিন জানান, শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত অসুস্থ হয়ে এসব রোগী মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

শুক্রবার রাতে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকায় মোহাম্মদ সেলিমের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে তারা এই খাবার খান। তারা মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ইউএনও স্থানীয়দের বরাতে বলেন, বিয়ের অনুষ্ঠানে বর ও কনেপক্ষের অতিথিরা খাবার খান। রাতেই অনুষ্ঠান শেষে কনেকে নিয়ে বরপক্ষের লোকজন চলে যান। শনিবার ভোর থেকে তাদের পাতলা পায়খানা ও পেট ব্যথা শুরু হয়। তারা সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে থাকেন। বিকাল ৩টা পর্যন্ত হাসপাতালে ৪০ জন চিকিৎসা নিতে আসেন। এছাড়া আরও অনেকে অসুস্থ হলেও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

৪০ জনের মধ্যে পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেলেও অন্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজুল হক।

তিনি বলেন, “বিয়ের অনুষ্ঠানে খাবারে কোনো কারণে বিষক্রিয়া হওয়ায় তারা অসুস্থ হয়েছেন। চিকিৎসা নিতে আসা রোগীদের সবাই একই ধরনের সমস্যায় ভুগছেন।”