ক্যাটাগরি

খুলনা-কলকাতা ট্রেন: শুরুর দিন এসেছে ১৯ যাত্রী, গিয়েছে ৪৫

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, রোববার
সকাল ৭টা ১০ মিনিটে ১৯ জন যাত্রী নিয়ে ট্রেনটি বেলা সাড়ে ১২টায় খুলনা স্টেশনে পৌঁছায়।
এক ঘণ্টা পর দুপুর দেড়টায় সেটি ৪৫ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে খুলনা ছেড়ে যায়।

যশোর স্টেশন থেকে আরও যাত্রী নিয়ে বেনাপোল বন্দর হয়ে বিকাল
৬টা ১০ মিনিটে কলকাতা পৌঁছানোর কথা বলে জানান তিনি।

স্টেশন
মাস্টার জানান, খুলনা থেকে কলকাতার এই রুটের দূরত্ব ১৭৫ কিলোমিটার। ভাড়া ধরা হয়েছে
এসি চেয়ার এক হাজার ৫৩৫ টাকা, এসি কেবিন দুই হাজার ৫৫ টাকা।

“সপ্তাহে দুই দিন রোববার ও
বৃহস্পতিবার ‘বন্ধন এক্সপ্রেস’ চলাচল করবে। আগের মতোই এর আটটি
যাত্রীবাহী বগিতে আছে ৪৫৬টি আসন। এর মধ্যে এসি কেবিন ১৪৪টি এবং এসি চেয়ার ৩১২টি।”

২০১৭
সালের ১৬ নভেম্বর এ পথে রেল চলাচল শুরু হয়। করোনাভাইরাস মহামারীতে ২০২০ সালের ১৫
মার্চ বন্ধ হয়ে যায়।

এদিকে ট্রেনটি চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে খুলনাসহ দক্ষিণাঞ্চলের
মানুষ। ব্যবসা-বাণিজ্য কিংবা চিকিৎসা নিতে ভারতে যাতায়াতে ভোগান্তি কমবে বলে মনে করছেন
তারা।

আরও পড়ুন

দুই বছর পর খুলনা-কলকাতা ট্রেন চালু রোববার