ক্যাটাগরি

চাঁদপুরে ৪ হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ডাকাতীয়া নদীর নতুনবাজার লন্ডনঘাট
এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রফিক-২ নামের ট্রলারটির সন্ধানে বিআইডব্লিউটিএ ডুবরি দল নদীতে
কাজ করছে বলে তিনি জানান।

বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম জানান, মুন্সীগঞ্জের মুক্তারপুর
থেকে শাহ সিমেন্টের ৪২০০ বস্তা সিমেন্ট সকালে চাঁদপুর আসে। ট্রলার থেকে প্রায় ১৩০
বস্তা সিমেন্ট রক্ষা করা সম্ভব হয়েছে।

“হঠাৎ বৃষ্টির ফলে সিমেন্ট ভিজে ট্রলারটি একদিকে কাত হয়ে নদীতে
ডুবে যায়।”

তিনি জানান, এ সময় জাহাঙ্গীর ও আমির নামের দুই শ্রমিক আহত
হয়েছেন। বাকি প্রায় ১৫ থেকে ১৮ জন শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে কূলে ওঠেন।

বন্দর কর্মকর্তা আরও জানান, “সিমেন্ট বোঝাই ট্রলারটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।
ট্রলারটির সন্ধানে আমাদের ডুবরি দল কাজ করছে।”