শনিবার বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানায়, ‘টপ গান: ম্যাভেরিক’ ৪ হাজার ৭৩৫ হলে মুক্তি পাওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভেতরে বক্স অফিস ইতিহাসে সবচেয়ে বেশি হলে মুক্তি পাওয়া সিনেমার রেকর্ডও গড়েছে।
এ সপ্তাহে ‘মেমোরিয়াল ডে’ ছুটি থাকায় শনি, রবি ও সোমবার তিন দিনের বন্ধের সুবাদে টম ক্রুজের এই সিনেমা উদ্বোধনী সপ্তাহে ১৫ কোটি ডলারের বেশি আয় করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
সিনেমাটির প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট জানিয়েছে তারা, শুধু ছুটির তিন দিনে ১২ কোটি ৩০ লাখ ডলার আয়ের আশা করছে। টম ক্রুজের ক্যারিয়ারে এটা একটি রেকর্ড। এর
আগে তার সবচেয়ে সফল ‘ওপেনিং’ ছিল ২০০৫ সালে ‘ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস’ সিনেমায় ৬৮ দশমিক ৪ মিলিয়ন বা ৬ কোটি ৮৪ লাখ ডলার।
টনি স্কট নির্মিত ‘টপ গান’ (১৯৮৬) সিনেমার এই সিক্যুয়েল উদ্বোধনী দিনেই ৫ কোটি ১৮ লাখ ডলার আয় করে। প্যারামাউন্ট সিনেমার জন্য এটিও একটি রেকর্ড, যা তাদের আগের রেকর্ড ‘আয়রন ম্যান ২’ (২০১০) সিনেমার ৫ কোটি ১২ লাখ ডলারের উদ্বোধনী আয়কে পেছনে ফেলেছে।
‘টপ গান: ম্যাভেরিক’ নিয়ে আয়ের পূর্বাভাসের ধারা অব্যাহত থাকলে, এই সিনেমাটি ‘মেমোরিয়াল ডে ওপেনিং’ এ সর্বকালের সেরার রেকর্ড গড়তে পারে। এখন পর্যন্ত এই রেকর্ডটি ‘মেমোরিয়াল ডে ওপেনিং’ এ ১৫ কোটি ৩০ লাখ ডলার আয় করা ডিজনির ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ড’স এন্ড’ (২০০৭) এর দখলে।
‘টপ গান: ম্যাভেরিক’ মুক্তি পাওয়ার কথা ছিলো ২০২০ সালের গ্রীষ্মে। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়। তবে দুই বছরের দীর্ঘ এই প্রতীক্ষা বিফলে যায়নি। সিনেমাটি এখন প্যারামাউন্টের জন্য সোনার ডিম পাড়া হাঁসে পরিণত হয়েছে।
১৮ মে কান উৎসবের ৭৫তম আসরে উদ্বোধনী প্রদর্শনী হয়েছে সিনেমাটির। এর দেড় সপ্তাহ পর প্রেক্ষাগৃহে সব দর্শকের জন্য উন্মুক্ত হয় সিনেমাটি।
চলচ্চিত্র সমালোচকদের মতে, আশির দশকে টম ক্রুজের ক্যারিয়ারকে প্রথম তুঙ্গে নিয়ে গিয়েছিল অ্যাকশন ধারার ছবি ‘টপ গান’। প্রয়াত টনি স্কট পরিচালিত হলিউডি এই ছবিটি মুক্তির পরের বছর সেরা গানের অস্কার পুরস্কারটি বগলদাবা করেছিল ছবির ‘টেক মাই ব্রিথ অ্যাওয়ে’ গানটি।
টম ক্রুজ ছাড়াও আগের ছবির অভিনেতা ভ্যাল কিলমার ফিরছেন নতুন পর্বে। এছাড়াও নতুন যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, এড হ্যারিস ও জন হ্যাম। ম্যাভেরিক পরিচালনা করেছেন জোসেফ কোসিনিস্কি।