ক্যাটাগরি

মানবসম্পদ উন্নয়নে বিকাশের ‘বি-একাডেমি’

এ একাডেমির মাধ্যমে
ধারাবাহিক প্রশিক্ষণ ও বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কর্মীদের দক্ষতা বাড়ানো
হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে
বিকাশ জানায়, সম্প্রতি বি-একাডেমির আয়োজনে প্রথম ধাপে সপ্তাহব্যাপী ‘লার্নিং ফেস্ট’
অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,
দায়িত্বশীল করপোরেট কোম্পানি হিসেবে মানবসম্পদ উন্নয়নে নিরবচ্ছিন্ন প্রচেষ্টার অংশ
হিসেবে এ০ উদ্যোগ নেওয়া হয়।

বি-একাডেমির লার্নিং
ফেস্ট নামে ওই প্রশিক্ষণে কর্মীদের আবিষ্কার, উপস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা এবং তথ্য
বিন্যাসসহ অনেক বিষয়ের ওপর দেশি বিদেশি প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেন।

এ পদক্ষেপের বিষয়ে
বিকাশের চিফ হিউম্যান রিসোর্স অফিসার ফেরদৌস ইউসুফ বলেন, “আমরা বিশ্বাস করি, কর্মীদের
মেধার বিকাশ, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও প্রেরণামূলক কর্মকাণ্ডের অনুশীলন বৃদ্ধির
মাধ্যমেই বিকাশ সেরা অবস্থানে আসতে পেরেছে এবং আরও বেশি গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত
করতে পেরেছে।

“সামনের দিনেও সেই
অবস্থান ধরে রাখতে কর্মীদের দক্ষতা বৃদ্ধি অব্যাহত থাকবে বি-একাডেমি প্রোগ্রামের মাধ্যমে।”