শনিবার রাতে ওই
নৌযানের চালককে গ্রেপ্তার করা হয় বলে হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম
জানান।
লোকমান হোসেন নামের
ওই ব্যক্তি লক্ষীপুর জেলার কমলনগরের চগবন্ধ গ্রামের আবুল কালামের ছেলে।
শনিবার হরিমামপুরের
বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া সংলগ্ন পদ্মা নদীতে একটি বাল্কহেডের ধাক্কায় জেলেনৌকা থেকে পড়ে রফিক খাঁ নামের এক জেলে নদীতে নিখোঁজ হন। এখনও তার খোঁজ পাওয়া যায়নি।
ওসি মিজানুর জানান, ইঞ্জিনচালিত নৌকা থেকে নিখোঁজ রফিক খাঁর বাবা আহম্মেদ খাঁ মামলা করেছেন। ওই মামলায় লোকমানকে গ্রেপ্তার
করা হয়েছে।
দুর্ঘটনার ঘটানো বাল্কহেডটি আটক করে নৌপুলিশকে দেওয়া হয়েছে
বলে ওসি জানান।