রংপুর
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
এ প্রকল্পের কথা জানান।
ইতোমধ্যে
দুটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন,
“রংপুর বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের জন্য ১৫ একর জমির প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে।
খুব শিগগির জমি অধিগ্রহণসহ অন্যান্য কার্যক্রম শেষে নির্মাণ কাজ শুরু হবে।
“আট উপজেলার
মধ্যে পাঁচটিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প নেওয়া হবে। আগে দুটি উপজেলায়
মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। প্রান্তিক পর্যায় থেকে ভালো খেলোয়াড় তৈরিতে প্রত্যেকটি
উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে আমরা চেষ্টা করছি।”
এর আগে
তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
রংপুর
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের নিয়ে এই টুর্নামেন্টের
আয়োজন করে। এতে রংপুর সিটি করপোরেশনসহ আট উপজেলা থেকে বালক ও বালিকাদের ১৮টি দল অংশ
নেয়।
উদ্বোধনী
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, রংপুর মহানগর পুলিশ কমিশনার
মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা প্রশাসক আসিব আহসান,
আওয়ামী লীগের জেলা সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর
সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা ও বিভাগীয় ক্রীড়া
সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক
চায়না চৌধুরী উপস্থিত ছিলেন।