ক্যাটাগরি

শাহজালালে ফি দিয়ে ভিআইপি লাউঞ্জ: মন্ত্রণালয় দেখাল মন্ত্রিপরিষদকে

এপ্রিলে বেসামরিক বিমান
পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে
অর্থের বিনিময়ে ব্যক্তি পর্যায়ে ভিআইপি
লাউঞ্জ ব্যবহার করতে দেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি ভিআইপি লাউঞ্জ
ব্যবহারের অভিন্ন নীতিমালা তৈরিতে
একটি সংসদীয় উপ-কমিটিও গঠন করা হয়।

রোববার মন্ত্রণালয়ের পক্ষ
থেকে ওই সুপারিশের অগ্রগতি
সংসদীয় কমিটিকে জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের নিয়ম অনুযায়ী,
সরকারের যুগ্ম সচিবের নিচে
কেউ ভিআইপি লাউঞ্জ ব্যবহার
করতে পারে না। ১৯৮৩
সালের এ সংক্রান্ত নীতিমালা
জারির পরে বিভিন্ন সময়ে
এর সংশোধন হয়।

রোববারের বৈঠকে সুপারিশের অগ্রগতির বিষয়ে
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, যেহেতু
ভিআইপি লাউঞ্জ ব্যবহারের নীতিমালা
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনুমোদিত, তাই সরকারের নির্ধারিত
ভিআইপিদের বাইরে যেসব যাত্রী
ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে
আগ্রহী, তাদের কাছ থেকে ফি গ্রহণের
মাধ্যমে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের
বিষয়টি উপ-কমিটির সুপারিশের পর মন্ত্রিপরিষদ
থেকে অনুমোদিত হলে সে অনুযায়ী
প্রয়োজনীয় ব্যবস্থা করবে বেসামরিক বিমান
চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল
মোক্তাদির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “স্থায়ী
কমিটি একটি উপ-কমিটি গঠন করেছে। ভিআইপি লাউঞ্জের বিষয়ে
একটা পূর্ণাঙ্গ নীতিমালা করে আমরা
আমাদের সুপারিশ চূড়ান্ত করব।”

উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে
বৈঠকে কমিটির সদস্য বিমান
প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সৈয়দা রুবিনা
আক্তার ও কানিজ ফাতেমা
আহমেদ অংশ নেন।

গত বৈঠকের কার্যবিবরণী থেকে
জানা গেছে, সরকারের নির্ধারিত
ভিআইপিদের বাইরে আরও যেসব সব যাত্রী
ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে
আগ্রহী, তাদের কাছ থেকে
ফি নিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের জন্য
ফি নির্ধারণ করা যায় কিনা,
তা বিবেচনার সুপারিশ করা হয়।

এপ্রিলে
সংসদীয় কমিটির পক্ষ থেকে বর্তমানে
ভিআইপি লাউঞ্জ ব্যবহারের নীতিমালা
পর্যালোচনা করে সময়োপযোগী একটি
নীতিমালা করতে কমিটির সদস্য
তানভীর ইমামকে আহ্বায়ক
এবং আনোয়ার হোসেন খান ও কানিজ
ফাতেমা আহমেদকে সদস্য করে তিন সদস্যের
উপ-কমিটি
গঠন করা হয়।

এদিকে রোববার সংসদ সচিবালয়ের
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হজ উপলক্ষে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫ জুন থেকে
৩ জুলাই পর্যন্ত হজের উদ্দেশে ফ্লাইট কার্যক্রম
চলমান থাকবে। হজ পালন
শেষে হাজিদের দেশে আনতে
সুষ্ঠুভাবে বিমানের শিডিউল গ্রহণে
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার
সুপারিশও করেছে কমিটি।