গত বুধবার এই অভিযান শুরুর পর তৃতীয় কার্যদিবসে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক বেলাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিন দিনের অভিযান শুরু হলেও এমন অভিযান চলবে বলে জানান তিনি।
গত বুধবার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) সভাপতিত্বে এক সভায় অনিবন্ধিত ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘন্টা বা তিন দিনের মধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।
অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ
বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসব হাসপাতালের নিবন্ধন নেই, তাদের ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের কথা আমরা বলেছিলাম। অনিবন্ধিত সেসব প্রতিষ্ঠানই আমরা বন্ধ করে দিয়েছি।”
বন্ধ করে দেওয়া হাসপাতাল ও রোগ নিরূপণ কেন্দ্রের মধ্যে ১৬৭টি ঢাকার। চট্টগ্রামের ২২৯টি, খুলনার ২০৪টি, রাজশাহীর ৭৮টি,
ময়মনসিংহের ৯৬টি, বরিশালের ৫৯টি, সিলেটের ৩৫টি এবং রংপুরের ১৪টি।
বেলাল বলেন, বন্ধ হওয়া ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার যদি নিবন্ধন নিয়ে নেয়, তবে তারা আবার কারর্যক্রম শুরু করতে পারবে।
স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা সারাদেশে এ অভিযান চালায়।