প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে যায় লিভারপুল। শেষ হয়ে যায় তাদের ‘ট্রেবল’ জয়ের স্বপ্নও।
কিছুদিন আগেও তাদের স্বপ্ন ছিল ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ‘কোয়াড্রপল’ জয়ের। ইংলিশ লিগ কাপ ও এফএ কাপ জিতে তারা ছিল স্বপ্ন পূরণের পথে। কিন্তু বড় দুটি শিরোপার পথে তাদেরকে হতাশায় পুড়তে হয় শেষ ধাপে। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিনে তারা জিতলেও শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির চেয়ে ১ পয়েন্ট পেছনে পড়ে থাকে। এরপর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক গোলে হার।
শেষ সময়ের এই জোড়া আফসোস ভুলে ক্লপ তাকাচ্ছেন মৌসুমজুড়ে পাওয়া অর্জনগুলোয়। গর্বের ছবি এঁকে লিভারপুল কোচ তাকাচ্ছেন সামনে।
“ড্রেসিং রুমে আমি দলকে বলেছি, ওদেরকে নিয়ে এখনই গর্ব অনুভব করছি। অসাধারণ এক মৌসুম কেটেছে ছেলেদের। যে দুটি প্রতিযোগিতায় আমরা জিততে পারিনি, সেগুলো পারিনি ন্যূনতম ব্যবধানে। ছেলেরা ক্রমে বুঝতে পারবে কতটা স্পেশাল ছিল এই মৌসুম এবং তারা কী করেছে মৌসুমজুড়ে।”
“অবশ্যই এটা ভিন্ন ধরনের এক সাফল্য, যে সাফল্য খুব প্রত্যাশিত নয়। তবে আমার প্রবলভাবেই মনে হচ্ছে, আমরা ফিরে আসব। এই ছেলেরা দারুণ লড়াকু। অসাধারণ একটি দল আমাদের, আবারও এভাবেই আমরা একত্র হব এবং সামনে এগিয়ে যাব।”
সেই এগিয়ে চলার চূড়ান্ত ঠিকানাও বলে দিলেন ক্লপ। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে ইস্তানবুলে। লিভারপুল কোচের দৃষ্টি সেখানেই।
“অবশ্যই অন্যদের চেয়ে একটু বেশিই চেষ্টা করতে হবে আমাদের, তবে সমস্যা নেই। পরেরটি (ফাইনাল) কোথায় যেন? ইস্তানবুল। হোটেল বুক করে রাখুন!”