ক্যাটাগরি

ইউল্যাবের শীর্ষ স্নাতকরা পেলেন স্বর্ণপদক

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত বছরে অনুষ্ঠিত ইউল্যাবের অনলাইন সমাবর্তনে ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের রাদিয়া আল রশিদ,
জ্যাকলিন পিউ বোস,
শামায়েল মর্তুজা এস এম রায়হান স্বর্ণপদকের জন্য মনোনীত হন।

ইউল্যাবের ক্যাম্পাসে অনুষ্ঠিত পদক বিতরণ অনুষ্ঠানে উপউপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য,
রেজিস্ট্রার লে. কর্নেল ফয়জুল ইসলাম (অব), ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের প্রধান অধ্যাপক আরিফা গনি রহমান উপস্থিত ছিলেন।