ক্যাটাগরি

উৎপাদনশীলতা পুরস্কার প্রিমিয়ার সিমেন্টও পেল

‘বৃহৎ শিল্প’ ক্যাটাগরিতে
প্রথম হয়ে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স
অ্যাওয়ার্ড ২০২০’ তারা পেয়েছে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়।

রোববার ঢাকার সোনারগাঁও হোটেলে ন্যাশনাল
প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন
করা হয়।

এবার ২৬টি প্রতিষ্ঠানকে ৫টি ক্যাটাগরিতে
পুরস্কার দেওয়া হয়।

প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হকের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল
মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।