উপজেলা
সদরের মাজড়া এমইউ ফাজিল মাদ্রাসা সংলগ্ন বাগানে রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে কাশিয়ানী
থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান।
নিহত সিজানুর
শেখ (১৮) মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের শাহজাহান শেখের ছেলে এবং কাশিয়ানী এমএ খালেক
কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
নিহতের
বন্ধু তাজুল ইসলাম বলেন, সিজানুরকে দেখে নেবে বলে মাজড়া এমইউ মাদ্রাসার দশম শ্রেণির
ওই ছাত্র হুমকি দিয়েছিলেন। রোববার দুপুরে সিজানুর কলেজ থেকে বের হলে ওই ছাত্র মোবাইলে
ফোন করে মাদ্রাসার বাগানে দেখা করতে বলেন।
সিজানুর
ঘটনাস্থলে পৌঁছাতেই ওই ছাত্র তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে তাজুলের ভাষ্য।
স্থানীয়রা
তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের
বুকে ও ডান হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খাদিজা
শাহিন জানান।
ওসি বলেন,
প্রেমঘটিত কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের
জন্য মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।