ক্যাটাগরি

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২৮টি সোনার বার উদ্ধার

জব্দ করা সোনার বারের ওজন প্রায় তিন দশমিক ৩৭৬ কেজি বলে জানিয়েছে তারা।

রোববার
সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬
ফ্লাইটের যাত্রী শাফি আলমের
লাগেজ চেক
করে এসব সোনার বার পাওয়া যায় বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার
মো. নেয়ামুল হাসান।

কাস্টমস
কর্মকর্তা নেয়ামুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই যাত্রী তার লাগেজের ভেতরে রাখা চার্জার লাইট, টর্চ
এবং ইস্ত্রির ভেতরে বিশেষ কায়দায় এসব সোনার বার লুকিয়ে বিদেশ থেকে নিয়ে এসেছেন।
লাগেজ স্ক্যানিংয়ের সময় এসব সোনার বার মেলে।”

জব্দ করা সোনার ‘আনুমানিক মূল্য’ প্রায় আড়াই কোটি টাকা উল্লেখ করে নেয়ামুল হাসান বলেন, এসব
সোনার বার বাজেয়াপ্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।